ছেলেদের চুলের যত্নে কয়েকটি টিপস

বর্তমান সময়ে ছেলেরা তাদের ত্বকের চাইতে চুলের যত্ন বেশি নেই। ছেলেদের স্টাইলের আরেক নাম চুল। চুলের একটা স্টাইল ছাড়া ছেলেদের সাজগোজ অপূর্ণই থেকে যায়।

ছেলেদের-চুলের-যত্নে-কয়েকটি-টিপস

যেসব ছেলেরা চুল নিয়ে ভাবছেন কিভাবে চলে যত্ন করবেন তাহলে আপনি সঠিক পোস্টের ভেতরে এসেছেন। নিচের পোস্টে যদি আপনি পুরোপুরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে চুলের যত্ন নিয়ে চুলকে সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে পারবেন। নিচে ছেলেদের চুলের যত্নে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করা হলো।

সূচিপত্র ঃ ছেলেদের চুলের যত্নে কয়েকটি টিপস

ছেলেদের চুলের যত্নে কয়েকটি টিপস

ছেলেদের চুলের যত্নের কয়েকটি টিপস নিয়ে আজকের আলোচনা । সাধারণত একটি ছেলের সম্পূর্ণ সৌন্দর্য ডিপেন্ড করে তার চুলের ওপর। আর আপনি যদি কম বয়সে আপনার চুলগুলো হারাতে না চান তাহলে আপনার চুলের উপরে একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। 

আরও পরুনঃ  কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা

আপনার চুলকে ভালো এবং যত্নশীল রাখার জন্য এখন থেকে আপনার চুলের প্রতি আপনার যত্নশীল হওয়া উচিত। যদি আপনার চুল সুন্দর ও পুষ্টিকর হয় তাহলে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। চুল ছাড়া মাথা যেন নদীর বুকে বালির চরের মত। 

চুলে তেলের ব্যবহার করার নিয়ম

আপনার চুলে আপনাকে প্রপার ভাবে তেল ব্যবহার করতে হবে। আর চুলে প্রপার ভাবে তেল ব্যবহার করাটা আমাদের চুলএবং স্কাল্পের জন্য অনেক বেশি health full  প্রতি সপ্তাহে দুইবার আপনি আপনার মাথায় তেল ইউজ করতে পারেন। আপনি চুলে শ্যাম্পু করার ৪ থেকে  ৫ ঘন্টা আগে অথবা চুলে শ্যাম্পু করার আগের দিন আপনার মাথায় তেল ব্যবহার করতে পারেন। 

এবং আপনি যখন আপনার মাথায় তেল ইউজ করবেন তখন আপনি আপনার মাথায় স্কাল্পে খুব ভালো।ভাবে তেলটা মাসাজ করবেন। এতে করে আপনার মাথায় ব্লাড সার্কুলেশন বাড়বে এবং যেটা আপনার চুলের জন্য অনেক বেশি দরকারি। 

ছেলেদের-চুলের-যত্নে-কয়েকটি-টিপস

এবং তেল হিসাবে আপনি নারিকেল তেল, আয়ুর্বেদিক তেল অথবা তেল তাছাড়া বাজারে অনেক ধরনের তেল চিনতে পাওয়া যায়। সেগুলোর মধ্যে আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেটি আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন। আপনার মাথার হেয়ার টাইপ যদি ড্রাই হয়। 

তাহলে আপনি weekly দুই থেকে তিনবার এবং আপনার মাথার হেয়ার টাইপ যদি অয়েলে হয় তাহলে আপনি  weekly এক থেকে দুইবার আপনার মাথায় তেল ইউজ করতে পারেন। কিন্তু এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। আপনি যদি এর চেয়ে বেশি ইউজ করেনতাহলে আপনার মাথায় ড্যানড্রাফ হওয়ার chance অনেক বেশি বেড়ে যাবে। 

চুলের শ্যাম্পু ব্যবহার করা

শ্যাম্পু সাধারণত দুই ধরনের হয়ে থাকে। mild shampoo  অথবা নরমাল শ্যাম্পু এবং অন্যটি হচ্ছে anti dandruff shampoo আপনার মাথায় যদি অনেক বেশি পরিমাণে খুশকি সমস্যা না থাকে তাহলে আপনি খুব বেশি এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু use  করতে যাবেন না। কারণ anti dandruff  shampoo গুলোতে অনেক বেশি হার্ড এংগ্রিডিয়ান এ্যাড করা হয়। 

তাই সপ্তাহে আপনি একবার আপনি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ইউজ করতে পারেন। আপনি যদি এর বেশি ইউজ করেন তাহলে আপনার চুল উঠে যাওয়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে। এবংসপ্তাহের বাকি যে দিনগুলো রয়েছে সে দিন গুলোতে আপনি নরমাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। 

আরও পরুনঃ  আদা চা খাওয়ার উপকারিতা 

এই ক্ষেত্রে আপনি যেকোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন কোন সমস্যা নাই। তবে যেই শ্যাম্পুগুলোতে ক্ষতিকর অথবা হার্মফুল কোন Ingredient নাই  আপনি সাধারণত ওই ধরনের শ্যাম্পু গুলো ইউজ করার ট্রাই করবেন মাথার চুলে ভালোভাবে শ্যাম্পু ব্যবহার করার জন্য প্রথমে আপনার চুলকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে।তারপর শ্যামপুর সাথে অল্প একটু পানি মিশিয়ে তার ঘনত্ব কমিয়ে নিতে হবে।

 যাতে করে সেটি চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছাতে পারে। তারপরে এটি আপনার মাথায় লাগিয়ে খুব ভালোভাবে massage করতে হবে। আর এই massage এর ফলে এটি আপনার মাথার চুলে blood circulation  বাড়বে। এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে। আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে। এবং এই মেসেজের ফলে আপনার চুল খুব ভালোভাবে পরিষ্কার হতেও সাহায্য করবে। 

চুলে কন্ডিশনার ব্যবহার করা

 আমাদের দেশে একটা মিথ্যা ধারণা আছে যে কন্ডিশনার ব্যবহার করলে ছেলেদের চুল পড়ে যায়। কিন্তু এই বিষয়টি একদম সত্যি নয়। শ্যামপুর কাজ হচ্ছে চুল থেকে extra dart এবং extra oil  রিমুভ করা। আর কন্ডিশনারের কাজ হচ্ছে চুলকে ময়েশ্চারাইজার করা। 

আরও পরুনঃ  চিয়া সিড খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

কিন্তু এটা খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না। আপনার চুল যদি ওয়ালি টাইপ হয় তাহলে আপনি সপ্তাহে একবার কন্ডিশনার ইউজ করতে পারেন। এবং আপনার চুল যদি ড্রাই টাইপ হয় তাহলে আপনি সপ্তাহে দুইবার কন্ডিশনার ইউজ করতে পারেন। 

 ড্রাই চুলে চিরুনি ব্যবহার করা

আমরা অনেকেই এই ক্ষেত্রে একটা কমন ভুল করে থাকি  সেটা হচ্ছে আমরা সাধারণত ভেজা চুলে চিরুনি ইউজ করে থাকি। কিন্তু ভেজা চুলে চিরুনি ব্যবহার করা একদমই উচিত না। এক্ষেত্রে আপনার চুলে হেয়ারফল সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই সব সময় ভেজা চুলে চিরুনি ইউজ না করে সাধারণত ড্রাই চুলে চিরুনি ব্যবহার করার ট্রাই করবেন।  

চুলে হেয়ার সিরাম ব্যবহার  করা

আপনি যদি আপনার হেয়ার কেয়ার রুটিন কে ওয়ান স্টেপ উপরে নিয়ে যেতে চান। তাহলে আপনার চুলে অবশ্যই অবশ্যই হেয়ার সিরাম ইউজ করতে হবে। হেয়ার সিরাম আপনার চুলকে অনেক বেশি থিকার  আর এবং অনেক বেশি সাইন্যান দেখাতে সাহায্য করে । এবং এটি আপনার চুলকে ইস্টেন্ডগ্লো করতে অনেক বেশি সাহায্য করে। 

হেয়ার সিরাম সাধারণত মাথার চুলে ইউজ করতে হয় স্কেলপে নয়। বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার সিরাম রয়েছে। সেগুলোন থেকে আপনার তো হয় আপনারা সেটি ইউজ করতে পারেন। তাই আপনাদেরকে বলতে চাই আপনার চুলকে ভালো রাখার জন্য আপনার চুলের হেয়ার সিরাম ইউজ করতেই পারেন। 

চুলের যত্নে পানি পান করুন

আপনাদের চুলে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কমপক্ষে ৪ লিটার পানি পান করা। আপনি যখন প্রতিদিন ৪ লিটার পানি পান করবেন তখন আপনার চুলের গোড়ার ভিতর থেকে অনেক বেশি এবং সতেজ  থাকবে। এবং চুলকে ভালো রাখার জন্য চুলের যত্ন শুধু উপর থেকে নয় ভিতর থেকেও নেওয়া উচিত।

ছেলেদের-চুলের-যত্নে-কয়েকটি-টিপস

এবং প্রতিদিন ৪ লিটার পানি পান করা এবং চুলকে ভালো রাখার জন্য চুলের যত্ন শুধু উপর থেকে নয় ভিতর থেকে নেওয়া উচিত এবং প্রতিদিন ৪ লিটার পানি পান করা। সেটি শুধু আপনার চুলকেই নয় পুরো শরীরকে ভালো রাখতে সাহায্য করবে।

শেষ কথাঃ  ছেলেদের চুলের যত্নে কয়েকটি টিপস

উপরের পোস্টটিতে সিরাজের চুলের যত্নে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করেছি। পোস্টটি পুরোপুরি বললে আশা করি চুলের যত্ন সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছেন আপনি। পোস্টটিতে ছেলেদের চুলে তেলের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও কোন শ্যাম্পু ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে সেগুলোও আলোচনা করে।

কন্ডিশনার কি ব্যবহার করা লাগবে যদি লাগে তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটাও বলা হয়েছে। এবং চলে হেয়ার সিরাম কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। পোস্টে পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন informative পোস্ট লেখায় উৎসাহিত । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url