রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়

আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন। দাঁতের ব্যথায় অস্থির হয়ে পড়েছেন। আপনি যদি দাঁতের অসহ্য  ব্যথা থেকে মুক্তি পেতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। 

রুট-ক্যানেল-করতে-খরচ-কত-ও-কিভাবে-করতে-হয়

অনেক ওষুধ খেয়েছেন অনেক নামিদামি কোম্পানির পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেছেন, তারপরও কোন কিছুতেই কোন কিছু হচ্ছে না। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন শেষ পর্যন্ত আশা করি আপনার কাজে আসবে। 

সুছিপত্রঃ রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়

রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়

রুট ক্যানেল কি

রুট ক্যানেল কিভাবে করা হয়

রুট ক্যানেল করার প্রস্তুতি

রুট ক্যানেল করতে কতদিন সময় প্রয়োজন

রুট ক্যানেল করতে খরচ কত

রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়

দাত আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শুধু দাঁত ই নয় মানব শরীরের যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে তার প্রতিটাই অনেক গুরুত্বপূর্ণ । এবং একটি আরেকটির সঙ্গে অঙ্গান্গী ভাবে জড়িত। দাঁতের কোন সমস্যা হলে কিংবা দাঁত ব্যথা হলে সে ব্যাথার ইফেক্ট টা আমাদের মাথার উপর পড়ে এক কথায় ব্রেনের উপরে।

তখন দাঁতের পাশাপাশি আমাদের মাথা ও ব্যথা করে মাথা অনেক ভারী হয়ে আসে। আবার এই দাঁতের উপরে বেশি প্রেসার পড়লে সেটার  ইফেক্ট চোখের উপরেও এসে পড়ে। কারণ এই জিনিসগুলো একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আসুন তাহলে আমরা জেনে নেই রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়। 

রুট ক্যানেল কি

রুট ক্যানেল একটি চিকিৎসা,দাঁতের একটি চিকিৎসা পদ্ধতিকে রুট ক্যানেল থেরাপি বলা হয়। এটাকে অনেক সমই কয়েকটি স্টেপেকরা হয়। রুট ক্যানেলটি আসলে প্রয়োজন আমাদের মূল যে দাঁতটি আছে সেটা যখন কোন কারনে ইনজুরি হয় বা ভেঙ্গে যায়। 

সেই দাতটিকে রেখে দেওয়ার জন্য এবং তার যে কার্যকরী ক্ষমতা আছে সেটি কে বজায় রাখার জন্য রুট ক্যানেল চিকিৎসাটি করতে হয়। এই চিকিৎসাটি কয়েকটি স্টেপে করা হয় এবং কয়েক দিন সময় নিয়ে করা হয়। 

রুট ক্যানেল কিভাবে করা হয়

রুট ক্যানেল প্রক্রিয়াটি যদি আমরা চাই তাহলে আমাদের আগে জানতে হবে আমাদের দাঁতে স্ট্রাকচার তার সম্পর্কে। আমাদের মুখের মধ্যে দাঁতের শুধু যেই অর্ধেকটা বের হয়ে থাকে সেটুকুই দেখা যায়। দাঁতের যে গোড়াটি  আছে সেটি কিন্তু আমাদের চোয়ালের ভেতরেই থাকে।

রুট-ক্যানেল-করতে-খরচ-কত-ও-কিভাবে-করতে-হয়

এই গুড়া টির মধ্যে খুব সুন্দর করে কিছু চ্যানেল করা থাকে যার মধ্যে রক্তনালিকা থাকে।এই রক্তনালিকা গুলো আমাদের যে দাতে নিউট্রেশন যে দেওয়ার ব্যাপার সেই ব্যাপারটা তারা দেখাশোনা করে। দাঁতে এই যে মাঝখানের অংশটাকে যে টাকে আমরা পাল্প বলে থাকি। মেডিকেলের ভাষায় সেটা সাধারণ মানুষ দাঁতের মর্যা  হিসেবে চিনে থাকে। 

আরও পরুনঃ গাজর খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

দাঁতের উপরিভাগ থাকে আমাদের এ্যানামেলের অংশ। নিচে মাঝখানে  ডেনটেন তারপরে পাল্পের অংশ। এই এনামেল অংশটা যখন ব্যাকটেরিয়া দারা আক্রান্ত হওয়ায় তখন মাঝে মাঝে ক্ষয় হয়ে যায় গর্ত বেড়ে যায়। এবং এটি ধীরে ধীরে প্রথম পর্যায়ে শির শির ভাব থাকে এবং পরবর্তীতে ব্যথা তখনই হয় যখন আমাদের ডেন্টেন টাকে স্পর্শ করে। 

ডেন্টিন টাকে স্পর্শ করার পরে ক্যাবিটিটা  খুব দ্রুত পাল্প জোন চলে যায়। কোন কারনে কেউ যদি ক্যাবেটিটার যেই অংশটা ভেঙে যাচ্ছে। সে অংশটাকে যদি আপনারা ইগনোর করেন বা যদি সচেতন না হন তখন ভাঙতে ভাঙতে দাঁতের সিরা টা আছে সেই অংশ তাতে চলে  চাই।

আরও পরুনঃ বিভিন্ন প্রকার শাক সবজির উপকারিতা এবং পুষ্টিগুণ  

এবং প্রচন্ড ব্যথা নিয়ে আসেন তখনই আমাদেরকে রুট ক্যানেল প্রসেস চলে যেতে হয়। এবং রুট ক্যানেল করার সময় আমাদেরকে প্রথম দিন প্রথম স্টেপে anaesthesia দিতে হয়। এটাতে অনেকেই ভয় পাই কারণ  anaesthesia  দিব দাতটিকে অবেস  করবে আমি প্রচন্ড ব্যথা পাব।এরকম একটি ভীতি সবার মাঝখানেই আছে। 

তাই তাদের জন্য বলব anaesthesia  টি শুধুমাত্র লোকালি ব্যবহার করা হয় । আপনার যে দাঁতের চিকিৎসা করা হচ্ছে সেই দাঁতেরই গড়াই দেওয়া  হয়। অনেক ক্ষেত্রে ব্যথাও পাওয়া যায় না। কারণ তার আগে নিডেল পিক করার আগে আমরা ওই জায়গাটিতে সারফেস এ্যানেসথেসিয়া দিয়ে থাকি। 

রুট ক্যানেল করার প্রস্তুতি

রুট ক্যানেল করার জন্য প্রস্তুতি নেওয়া হল দাঁতের উপরিভাগ বা যে অংশটি ভেঙ্গে গেল সেই অংশটিতে পরিষ্কার করে এরপর পালপ জনে বা যেই ক্যানেলটি আছে সেখানে পৌঁছাতে হবে। এবং দেখে থাকবেন ডাক্তাররা কিছু শলাকার মতো স্টিলের কিছু জিনিস ব্যবহার করে থাকেন সেগুলো দিয়ে ভিতরের চ্যানেলগুলো পরিষ্কার করে থাকে। যেখানে আমাদের দাঁতের শিরা গুলো থাকে।

 সেগুলোকে দাঁতের থেকে পুরোপুরি বের করে আনতে হয়। এবং বের করে একদম দাঁতের গোড়া পর্যন্ত একটি ফিলিং মেটেরিয়াল দিয়ে জিনিসটাকে ভরে দেয়। এবং ভরে দিয়ে উপরে পর্যন্ত নিয়ে আমি এবং এরপর পরবর্তীতে দাঁতের উপরে একটা ফিলিং দিয়ে ক্যাপ পরিয়ে দাঁতটা কে আগে পূর্বে যে অবস্থানটি ছিল সেই অবস্থানটিতে নিয়ে যাওয়া হয়। এই পুরো প্রসেসটি কমপ্লিট করাকে রুট ক্যানেল  প্রসেস বা রুট ক্যানেল থেরাপি বলা হয়। 

রুট ক্যানেল করতে কতদিন সময় প্রয়োজন

রুট ক্যানেলে সাধারণত দুই থেকে তিন দিন সময়ের রুট ক্যানেল করা হয়। তবে আধুনিক  সময়ে নানারকম যন্ত্রপাতি ব্যবহারের কারণে একদিনে রুট ক্যানেল করা সম্ভব। সে ক্ষেত্রে সময় একটু বেশি লাগে। দুই থেকে তিন ঘণ্টা সময়ের মধ্যে রুট ক্যানেল একদিনে সম্পন্ন করা যায়। তবে দাঁতের গোড়াই যদি কোন কারণে ইনফেকশন হয়ে থাকে। 

এই ইনফেকশনটি কমাতে যেই সময় টি লাগে তখন রুট ক্যানেল প্রসেসটি শেষ করতে আরেকটু বেশি সময় লাগে। সেটি তিন  থেকে চার দিন বা পাঁচ দিনও লাগতে পারে। অনেকেই বলে থাকেন রুট ক্যানেল করার সময় প্রচন্ড ব্যথা পাওয়া যায়। তাদের জন্য বলবো রুট ক্যানেলটি কিন্তু অতো ব্যথা বা যন্ত্রণাদায়ক হয় না। কিছু কিছু প্রসেস যদি ফলো করা যায় তাহলে এতটা বেশি ব্যথা পাওয়া যায় না।

আরও পরুনঃ  কিভাবে ব্যায়াম বা এক্সারসাইজ ছাড়া পেটের চর্বি কমানো যায়

 আর রুট ক্যানেল টা সাধারণত আমাদের দাঁতের কোন একটা অংশ ভেঙে গেলে বা আমাদের দাঁতে যদি cavity হয় তখনই রুট ক্যানেলটি করা হয়। এক্ষেত্রে আমাদের দেখতে হয় দাঁতের গোড়ায় আমাদের যে অংশটি আছে। apical foramen যদি আমরা বলে থাকি মেডিকেলের ভাষায়। সেই অংশটুকু কমপ্লিট করা আছে। 

তারা ম্যাচিউর বা এডাল্ট আছেন তাদের ক্ষেত্রে রুট ক্যানেলটি করাই যায়। বা ১০ থেকে ১৫ বছর বয়সে যারা আছেন তাদের দেখা যায় রুটের যেই অংশটি apical foramen সেটা অনেক সময় কমপ্লিট হয় না। তো সেই ক্ষেত্রে আমরা সময় নিইএবং এই অংশটি কমপ্লিট হওয়ার জন্য একটু সময়নি তারপর রুট ক্যানেল প্রসেসটা করা হয়। 

রুট ক্যানেল করতে খরচ কত

রুট ক্যানেল এর খরচের ব্যাপারে যদি বলা হয় তাহলে এটা অনেকভাবে ভাগ করা যায়। অনেক সময় রুট ক্যানেল একদিনে করা হয়। আবার ক্ষেত্রে কয়েকদিন সময় লাগে। দাঁতের ইনফেকশনের উপরেও ডিপেন্ড করে যে আপনার রুট ক্যানেলটি কমপ্লিট করতে কতদিন সময় লাগছে। 

রুট-ক্যানেল-করতে-খরচ-কত-ও-কিভাবে-করতে-হয়

আর খরচের যে ব্যাপারটি আছে সেটি কিন্তু ওঠানামা করে। তবে মূলত জাইগা ভেদেও আপনি কোন ডাক্তারের কাছে যাচ্ছেন সেটা কোন এলাকায় অবস্থিত। আপনার আর  কতটুকু এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত সেটার উপরে কিছুটা নির্ভর করে। নরমালি একটি রুট ক্যানেল করতে চার হাজার থেকে আট হাজারের মতো খরচ হতে পারে। 

শেষ কথাঃ রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়

যদি আপনি উপরে কনটেন্টটি পুরোপুরি করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রুট ক্যানেল করতে খরচ কত ও কিভাবে করতে হয়। স্থান কাল এবং পাত্র পেতে এ রুট ক্যানেল এর খরচ একেক জায়গায় একেক রকম। তবে টাকা একটু কম বেশি লাগুক দাঁতের সমস্যা হলে চেষ্টা করবেন তা খুব দ্রুত চিকিৎসা করার। 

কোথায় আছে? আমরা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা। আশা করি কনটেন্ট টি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভাল লাগাই এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ কন্টেন্ট লেখাই উৎসাহিত হব। আরো নতুন কিছু পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট কিছুক্ষণ ডট কম এ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url